আসুন, খুব সহজে আপনার বাসা-বাড়ির বিদ্যূৎ বিলের হিসাব বের করি।



আসুন, খুব সহজে আপনার বাসা-বাড়ির বিদ্যূৎ বিলের হিসাব বের করি।
বিদ্যুৎ বিলের অংক করার আগে কিছু জিনিস জেনে নেই-
১) 1 kWh = 1 ইউনিট (১ কিলোওয়াট আওয়ার = ১ ইউনিট)
২) 1hp = 746W
৩) Power,
P = VIcosφ W (Single Phase)
P = √3VIcosφ W (Three Phase)
৪) 1000W = 1kW
৫) h = time (ঘন্টায়)
৬) kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করলে গুনফলটি ইউনিট হবে।
৭) বছরে কোন মাস কত দিনে তা জানতে হবে।

লোডের হিসাবঃ
* যদি লোড ওয়াটে দেওয়া থাকে তাহলে সেটাই W এর মান।
* যদি কারেন্ট, ভোল্টেজের মান দেওয়া থাকে তাহলে P এর সূত্র দিয়ে বের করে নিতে হবে।
* যদি হর্স পাওয়ার (hp) এ দেওয়া থাকলে 746 দিয়ে গুণ করে W এ নিতে হবে, যেমন: 10hp=10*746 =7460W ।
* W কে ১০০০ দিয়ে ভাগ করে kW এ নিতে হবে।
* kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে।
উধাহরণ-১ (থিউরি):
একটি বাড়িতে 40 ওয়াটের 3 টি লাইট, 80 ওয়াটের ২ টি ফ্যান, 220V, 0.4A, 0.8 p.f এর একটি টেলিভিশন এবং 2 hp এর একটি পানি তোলার মোটর, দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে তাহলে জানুয়ারী মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে (প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য 6.5 টাকা)।
সমাধানঃ
40 ওয়াটের 3 টি লাইটের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 40*3 =120W
80 ওয়াটের ২ টি ফ্যানের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 80*2 =160W
টেলিভিশনের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট P=VICosφ =220*0.4*0.8 = 70.4W
2 hp মোটরের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 2*746 = 1492W
সুতারাং 1 দিনের মোট ব্যায়িত ওয়াট = (120W+ 160W+ 70.4W+ 1492W) = 1842.4W
ওয়াট (W) কে ১০০০ দিয়ে ভাগ করলে kW পাবো। সুতারাং 1 দিনের মোট ব্যায়িত কিলোওয়াট (kW) = 1842.4/1000 = 1.8424kW
দৈনিক গড়ে 6 ঘন্টা করে চললে = 1.8424*6 = 11.0544kWh (ইউনিট)
জানুয়ারী মাস = 31 দিনে, সুতারাং এ মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট)
দেয়া আছে প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য ৬.৫ টাকা,
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ বিল হবে = kWh *প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য
=342.686*6.5 টাকা
=2227.46 টাকা
উধাহরণ-২ (প্রাকটিক্যাল):
উপরের হিসাবে জানুয়ারী মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট), তাহলে এ মাসে বিদ্যুৎ ব্যবহার এর জন্য কত বিল আসবে?
সমাধানঃ
মনে করেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটির খুচরা বিদ্যুৎ মূল্যহার হল-
শ্রেনী-এ (আবাসিক)
প্রথম ধাপঃ ১-৭৫ ইউনিট = 3.80/kWh (ইউনিট)
২য় ধাপঃ ৭৬-২০০ ইউনিট = 5.14/kWh (ইউনিট)
৩য় ধাপঃ ২০১-৩০০ ইউনিট = 5.36/kWh (ইউনিট)
৪র্থ ধাপঃ ৩০১-৪০০ ইউনিট = 5.63/kWh (ইউনিট)
৫ম ধাপঃ ৪০১-৬০০ ইউনিট = 8.70/kWh (ইউনিট)
৬ষ্ঠ ধাপঃ ৬০০ ইউনিটের উপরে = 9.98/kWh (ইউনিট)
* শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ব্যবহারকারী গ্রাহক। লাইফ লাইনঃ ০-৫০ ইউনিট = 3.33/kWh (ইউনিট)
* স্লাব অনুযায়ী বিদ্যুৎ বিল ভাগ হবে= 75+125+100+42.686 =342.686 Unit.
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ ব্যবহার এর জন্য বিল হবে = (75 *3.80)+(125 *5.14)+(100 *5.36)+(42.686 *5.63) = 1703.82 টাকা।
এছাড়া মিনিমাম চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, VAT ইত্যাদি বিলের সাথে যোগ হবে/

Comments

Post a Comment